ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০২ ঘণ্টা, আগস্ট ৭, ২০১৬
কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির আটক

কিশোরগঞ্জ: নাশকতার পরিকল্পনার অভিযোগে কিশোরগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির মোসাদ্দেক হোসেন ভূঁইয়াকে আটক করেছে পুলিশ।

রোববার (০৭ আগস্ট) সন্ধ্যা সোয়া ৬টার দিকে জেলা শহরের নীলগঞ্জ রোড থেকে তাকে আটক করা হয়।


 
আটক মোসাদ্দেক হোসেন ভূঁইয়া জেলা শহরের ওয়ালী নেওয়াজ খান কলেজের সাবেক শিক্ষক ছিলেন, বেসরকারি একটি কৃষি কলেজের প্রতিষ্ঠাতা এবং কিশোরগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমির।

কিশোরগঞ্জ সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, নাশকতার পরিকল্পনা করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে তাকে ‍আটক করা হয়।
সম্প্রতি গুলশান ও শোলাকিয়া জঙ্গি হামলার পর জঙ্গি আটকে বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ।  

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, আগস্ট ০৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।