ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

রাজশাহীতে ৫ শিবির কর্মীসহ আটক ৩৫

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৬
রাজশাহীতে ৫ শিবির কর্মীসহ আটক ৩৫

রাজশাহী: রাজশাহী মহানগরীতে পুলিশের বিশেষ অভিযানে ৫ শিবির কর্মীসহ ৩৫ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশি অস্ত্র উদ্ধার করা হয়।

রোববার (০৭ আগস্ট) রাত ৯টা থেকে সোমবার (০৮ আগস্ট) ভোর ৬টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সোমাবার (০৮ আগস্ট) দুপুরে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও রাজপাড়া জোনের সহকারী কমিশনার (এসি) ইফতে খায়ের আলম অভিযানের বিষয়টি জানান।

তিনি বলেন, জঙ্গি বিরোধী বিশেষ অভিযানে মহানগরীতে পাঁচ ছাত্রশিবির কর্মীসহ ৩৪ জনকে আটক করা হয়েছে।

আটক শিবিরকর্মীরা হলেন- বাগেরহাট জেলার কচুয়া বাধল গ্রামের কামরুজ্জামান (২২), রাজশাহী মহানগরীর ছোটবনগ্রাম উত্তরপাড়ার তিন সহোদর রায়হানুজ্জামান (২২), রোকনুজ্জামান (২৪), মারুফুজ্জামান (৩১), হড়গ্রাম নতুনপাড়ার এসএম শাহরুজ্জামন ওরফে রিংকু (৩২)।

এছাড়া বোয়ালিয়া, রাজপাড়া, মতিহার, ও শাহ মখদুম থানা পুলিশ অভিযান চালিয়ে আরও ৩০ জনকে আটক করে। এদের মধ্যে গ্রেফতারি পরোয়ানার আসামি, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীও রয়েছেন বলে জানান মহানগর পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৬
এসএস/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।