ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

‘এ দেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিতে পারবে না’

ডিভিশনাল স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০১ ঘণ্টা, আগস্ট ৮, ২০১৬
‘এ দেশে জঙ্গিবাদ মাথাচাড়া দিতে পারবে না’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রংপুর: রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের সংসদ সদস্য আহসানুল হক চৌধুরী ডিউক বলেছেন, এ দেশের মাটিতে জঙ্গিবাদ কখনই মাথাচাড়া দিতে পারবে না।

সোমবার (০৮ আগস্ট) সন্ধ্যায় বদরগঞ্জে এক পথসভায় এ কথা বলেন তিনি।

জঙ্গিবাদ ও ইসলামের নামে সন্ত্রাসকারীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের আয়োজন করে উপজেলা আওয়ামী লীগ ও ছাত্রলীগ।

এম পি ডিউক চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে পথসভায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, বদরগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক-কর্মচারীসহ ১৪ দলের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, আগস্ট ০৮, ২০১৬
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।