ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ঠাকুরগাঁওয়ে ১৪ দলের মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৬
ঠাকুরগাঁওয়ে ১৪ দলের মানববন্ধন ছবি:বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁও: সন্ত্রাস, ও নৈরাজ্যের প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

মঙ্গলবার (৯ আগস্ট) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়।


 
এ সময় বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী, সহ সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন বাবু, অ্যাড. বলরামগুহ ঠাকুরতা, অধ্যক্ষ জুলফিকার আলী প্রমুখ।

বক্তারা বলেন, জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ড এদেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারবে না। এদেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে এ জাতীয় সন্ত্রাসী ও জঙ্গি কর্মকাণ্ড প্রতিহত করবে।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।