ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

ফেনীতে ১৫ ইউপি চেয়ারম্যানের শপথ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৫ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৬
ফেনীতে ১৫ ইউপি চেয়ারম্যানের শপথ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: শেষ ধাপের ইউপি নির্বাচনে ফেনী সদর ও সোনাগাজী ১৫টি ইউনিয়ন পরিষদে নির্বাচিত ১৫ চেয়ারম্যান শপথ গ্রহণ করেছেন।  

মঙ্গলবার (০৯ আগস্ট) সকাল ১০টার দিকে ফেনী জেলা প্রশাসক আমিন উল আহসান তাদের শপথ বাক্য পাঠ করান।

 

এসময় বক্তব্য রাখেন- স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু দাউদ মো. গোলাম মোস্তফা, ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা পিকেএম এনামুল হক, উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম ও সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেডএম কামরুল আনাম প্রমুখ।  

শপথ গ্রহণ করেন পাঁচগাছিয়া ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন মানিক, সদরের শর্শদী ইউনিয়নে মো. জানে আলম, কাজির বাগ ইউনিয়নে অ্যাডভোকেট কাজী সোহাগ বুলবুল, ফাজিলপুর ইউনিয়নে মজিবুল হক রিপন, কালিদহ ইউনিয়নে দিদারুল হক দিদার ও মোটবী ইউনিয়নে হারুনুর রশীদ, সোনাগাজীর চরমজলিশপুর ইউনিয়নে এম এ হোসেন, বগাদানা ইউনিয়নের ইসহাক খোকন, মঙ্গলকান্দি ইউনিয়নে মোশারফ হোসেন বাদল, মতিগঞ্জ ইউনিয়নে রবিউজ্জামান বাবু, চরদরবেশ ইউনিয়নে নুরুল ইসলাম ভুট্টু, চরচান্দিয়া ইউনিয়নে মোশারফ হোসেন মিলন, সোনাগাজী সদর ইউনিয়নে শামসুল আরেফিন, আমিরাবাদ জহিরুল আলম জহির ও নবাবপুর  ইউনিয়নে দেলোয়ার হোসেন।  

বাংলাদেশ সময়: ১৫১৮ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৬
পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।