ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

জামায়াতের সঙ্গে বিএনপির অটুট প্রেম

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৬
জামায়াতের সঙ্গে বিএনপির অটুট প্রেম

ঢাকা: জামায়াতের সঙ্গে বিএনপির অটুট প্রেম রয়েছে। তাই বিএনপি এখনো জামায়াতকে ছাড়তে পারছে না।

মঙ্গলবার (৮ আগস্ট) বিকেলে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘সন্ত্রাস নয় শান্তি চাই’শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।

আলোচনা সভাটির আয়োজন করে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ। শাজাহান খান বলেন, নিজামীর রায় দেয়ায় পাকিস্তান তাকে উপাধিতে ভূষিত করে। আর এতেই বোঝা যায় জামায়াত পাকিস্তানকে ভালোবাসে। শুধু তাই নয় তারা রাজাকার ছিলো এটাই প্রমাণিত হয়। তাই জামায়াতের কিছু হলে পাকিস্তানের গায়ে ব্যথা লাগে। আর জামায়াতের সঙ্গে বিএনপির অটুট প্রেম। তাই বিএনপি এখনও জামায়াতকে ছাড়তে পারছে না।

আয়োজন সংগঠনের সভাপতি বাবু কৃঞ্চ লালের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মেজবাহ কামাল, সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী নুরুজ্জামানসহ হরিজন সম্প্রদায়ের ব্যক্তিবর্গ।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘন্টা,৯ আগস্ট ২০১৬
এসজে/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।