ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদা দেশকে পাকিস্তানের মতো অকার্যকর করতে চান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৬ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৬
খালেদা দেশকে পাকিস্তানের মতো অকার্যকর করতে চান ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাজীপুর: খালেদা জিয়া দেশকে পাকিস্তানের মতো অকার্যকর দেশে পরিণত করতে চান। তারা দেশে প্রতিহিংসামূলক হত্যাকাণ্ট ঘটাচ্ছে।

জনগণের কাছে তারা চিহ্নিত। জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন করে দেশের অগ্রগতি এগিয়ে নিতে হবে।

মঙ্গলবার (৯ আগস্ট) দুপুরে গাজীপুরের টঙ্গীতে অবস্থিত অ্যাটলাস বাংলাদেশ লিমিটেড সংযোজিত ৫৬২টি মোটরবাইক স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

শিল্পমন্ত্রী বলেন, অনেকেই শিল্প কারখানা করার কথা বলে জমি বরাদ্দ নিয়েছে। কিন্তু সেখানে তারা কোনো শিল্প-কারখানা স্থাপন করেনি। তারা সেখানে হাউজিংসহ নানা অবকাঠামো স্থাপন করেছেন। শিল্প মন্ত্রণালয়ের এক কাঠা জমিও আর লিজ দেওয়া বা বিক্রি করা হবে না।

অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যপক ডা. দীন মো. নূরুল হকের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক, কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহাম্মদ তৌফিক, গাজীপুর মহানগর আওয়া মীলীগের সভাপতি আজমত উল্লাহ খান, বিএসইসির চেয়ারম্যান মো. ইমতিয়াজ হোসেন চৌধুরী, অ্যাটলাস বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. আবুল কাশেম প্রমুখ।

বিশেষ অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, স্বাস্থ্যকর্মীদের মাঠপর্যায়ে কাজ করার সুবিধায় মোটরসাইকেল দেওয়া হচ্ছে। কিছুদিন পর জিপ গাড়ি দেওয়া হবে, যাতে স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি পৌঁছাতে পারে।

এসময় উপস্থিত ছিলেন, গাজীপুরের জেলা প্রশাসক এসএম আলম, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. আসাদুর রহমান কিরণ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডার কাজী মোজাম্মেল হক, গাজীপুর সিভিল সার্জন আলী হায়দার খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৬
এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।