ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

রাজনীতি

দেশি-বিদেশি স্বার্থ রক্ষার জন্যই সরকার গ্যাসের দাম ‍বাড়াচ্ছে

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
দেশি-বিদেশি স্বার্থ রক্ষার জন্যই সরকার গ্যাসের দাম ‍বাড়াচ্ছে

ঢাকা: দেশি-বিদেশি লুটেরাগোষ্ঠীর স্বার্থ রক্ষায় সরকার গ্যাসের মূল্যবৃদ্ধি করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন ২০ দলীয় জোট নেতা ও বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

তিনি বলেছেন, জনস্বার্থবিরোধী বর্তমান আওয়ামী সরকার আগের মেয়াদেও কয়েকবার গ্যাসের মূল্যবৃদ্ধি করেছিল।

গ্যাসের মূল্যবৃদ্ধি করতে সরকারের অজুহাত জনবিরোধী ও বেআইনি।
 
বুধবার (১০ আগস্ট) নয়াপল্টনে যাদু মিয়া মিলনায়তনে ‘গ্যাসের মূল্যবৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে’ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ঢাকা মহানগর আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গোলাম মোস্তফা ভুইয়া বলেন, সরকার জনবিরোধী বলেই গ্যাসের দাম বাড়াতে চায়। তারা বেআইনিভাবেই মূল্য বৃদ্ধি করছে।

ন্যাপ নগর আহ্বায়ক সৈয়দ শাহজাহান সাজুর সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ন্যাপ সম্পাদক মো. কামাল ভুইয়া, নগর সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলু, যুগ্ম আহ্বায়ক মো. আনছার রহমান শিকদার, যুব নেতা জিল্লুর রহমান পলাশ, আবদুল্লাহ আল মাসুম, শ্রমিকনেতা আবদুল্লাহ আল কাউছারী, স্বেচ্ছাসেবক নেতা আবদুর রহিম বাদশাহ, নারী নেত্রী বাসন্তি বরুয়া বাবলী, ছাত্র নেতা ছাত্রনেতা এইচ.এম. মেহেদী হাসান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।