ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

কুষ্টিয়ায় বিএনপি থেকে হাজার নেতাকর্মীর পদত্যাগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬
কুষ্টিয়ায় বিএনপি থেকে হাজার নেতাকর্মীর পদত্যাগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়া: কুষ্টিয়া সদর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রায় এক হাজার নেতাকর্মী পদত্যাগ করেছেন।

শনিবার (১৩ আগস্ট) দিনগত রাতে তারা দলের জেলা কার্যালয়ে পদত্যাগপত্র পাঠিয়ে দেন।



জানা যায়, রাতে উপজেলার জিয়ারখী ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপি এবং এর অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছা সেবকদল, শ্রমিকদল ও ছাত্রদল থেকে প্রায় এক হাজার নেতাকর্মী পদত্যাগ করেছেন।

পাঁচ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মনির হোসেনের নেতৃত্বে বিএনপি নেতা আনিসুর রহমান, আহসান আলী, তাইজাল আলী, রাজিব, সাইফুল ইসলাম মাসুদ, লতিফ শেখ, লুকমান হোসেন, রবিউল ইসলাম, ইমরান হোসেনসহ তাদের প্রায় এক হাজার কর্মী নিয়ে পদত্যাগ করেন।

অপরদিকে, কুষ্টিয়া শহরের ১৬ নম্বর ওয়ার্ডের শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেন।

এসময় বিপ্লবের নেতৃত্বে স্বেচ্ছা সেবকদলের রুবেল, ইমন, রাজিব, আশিক, সজিব, জনি, শামিম, যুবদল নেতা রতনের নেতৃত্বে আজিম, নাজমুল, হাসান, রুবেল, মোমিন, মিলন ও শ্রমিকদলের নেতা শরিফের নেতৃত্বে রাজিব মালিথা, রিপন, রহিম, শিপন, শাহাবুল, পলাশ, মাহাবুল। এছাড়া ছাত্রদল নেতা আমজাদের নেতৃত্বে নাহিদ, হানিফ, রনি, আকাশ, আলামিন, রবিউল, ইমনসহ শতাধিক নেতাকর্মী পদত্যাগ করেন।

বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।