ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

রাজনীতি

বঙ্গবন্ধুর হত্যাকারীদের দেশে এনে ফাঁসি কার্যকরের দাবি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬
বঙ্গবন্ধুর হত্যাকারীদের দেশে এনে ফাঁসি কার্যকরের দাবি  ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঝিনাইদহ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবিতে ঝিনাইদহে মানবন্ধন কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রলীগ।

রোববার (১৪ আগস্ট) সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।

ঘণ্টাব্যাপী এ মানবন্ধনে জেলা ছাত্রলীগের সভাপতি শাকিল আহমেদ, সাধারণ সম্পাদক রানা হামিদ, ঝিনাইদহ কলেজ ছাত্রলীগের সভাপতি আব্দুল আওয়াল, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, পলিটেকনিক ছাত্রলীগের সভাপতি প্রিন্স আহম্মেদ, সাধারণ সম্পাদক তামিম হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের খুনিদের দেশে ফিরিয়ে এনে অবিলম্বে ফাঁসির রায় কার্যকর করতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৬ 

পিসি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।