ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

ধামরাইয়ে বঙ্গবন্ধুর ৪১তম শাহাদত বার্ষিকী পালিত    

ধামরাই করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
ধামরাইয়ে বঙ্গবন্ধুর ৪১তম শাহাদত বার্ষিকী পালিত    

ঢাকা নর্থ ব্যুরো (ধামরাই, ঢাকা): ধামরাই উপজেলার কুশুরা ইউনিয়ন আওয়ামী  লীগের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে বুধবার (৩১ আগস্ট)বিকেলে কুশুরা স্কুলের খেলার মাঠে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজের আয়োজন করা হয়।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ঢাকা-২০ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা এম এ মালেক।  
 
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এসব কর্মসূচি শুরু হয়। এরপর আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজে ধামরাই উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  

আলোচনা সভায় সভাপতিত্ব করেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুক্তিযোদ্ধা নুর-উজ্জামান। এতে পৃষ্ঠপোষকতা করেন মুক্তিযোদ্ধা আহমদ আল জামান।

এসময় ঢাকা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু সাইদ, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আব্দুল গণি, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন সিরাজসহ প্রায় দুই হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।      

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, আগস্ট ৩১, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।