ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

‘গণতন্ত্র পুনরুদ্ধারে দেশবাসী আজ ঐক্যবদ্ধ’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৬
‘গণতন্ত্র পুনরুদ্ধারে দেশবাসী আজ ঐক্যবদ্ধ’

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে বাকশাল প্রতিষ্ঠিত হতে চলেছে। তাই গণতন্ত্র পুনরুদ্ধারে দেশবাসী আজ ঐক্যবদ্ধ হয়েছে।

বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরস্থ জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ কথা বলেন।  

মির্জা ফখরুল বলেন, স্বাধীনতা পরবর্তী সময় বাকশাল কায়েম করে দেশে গণতন্ত্র হত্যা করা হয়েছেলি। সেই গণতন্ত্র জিয়াউর রহমানই প্রতিষ্ঠা করেছিলেন।

বিএনপি মহাসচিব আরও বলেন, দেশে আজ গণতন্ত্র অনুপস্থিত। বর্তমান স্বৈরাচারী শাসক একদিকে জনগণের অধিকার কেড়ে নিচ্ছে, অন্যদিকে বিরোধীদল বিশেষ করে বিএনপিকে নির্মূল করতে নির্যাতনের স্টিমরোলার চালানো হচ্ছে। তাই বিএনপির এ প্রতিষ্ঠা বার্ষিকীতে গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে শপথ নেওয়ারও আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৬
এমএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।