ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

রোব-সোমবারের আগে মুক্তি পাচ্ছেন না শফিক রেহমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৬
রোব-সোমবারের আগে মুক্তি পাচ্ছেন না শফিক রেহমান

গাজীপুর: রোব-সোমবারের আগে মুক্তি পাচ্ছেন না আপিল বিভাগ থেকে জামিন পাওয়া সাংবাদিক শফিক রেহমান।

বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কাশিমপুর কেন্দ্রিয় কারাগার-২ এর জেল সুপার প্রশান্ত কুমার বণিক বাংলানিউজকে এ তথ্য জানান।


 
প্রশান্ত বণিক বলেন, সাংবাদিক শফিক রেহমানের জামিনের কাগজপত্র কাশিমপুর কারাগার-২ এ এখনো পৌঁছায়নি। জামিনের কাগজপত্র পাওয়া গেলে তা যাচাই বাছাই শেষে তাকে কারাগার থেকে মুক্তি দেওয়া হবে। তবে রোব-সোমবারের আগে তার জামিনে মুক্তি পাওয়ার কোনো সম্ভবনা নেই।

শফিক রেহমান কাশিমপুর কেন্দ্রিয় কারাগার-২ এ বন্দি রযেছেন। গত বুধবার (৩১ আগস্ট) আদালত থেকে জামিন পান তিনি।

বাংলাদশ সময়: ১৮১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৬
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।