ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

‘রাজনৈতিক দোষারোপের ঊর্ধ্বে উঠতে হবে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৬
‘রাজনৈতিক দোষারোপের ঊর্ধ্বে উঠতে হবে’ ছবি: রানা-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: জঙ্গি সমস্যাকে ‘জাতীয় সংকট’ হিসেবে উল্লেখ করে এর থেকে উত্তরণে সবাইকে দোষারোপের রাজনীতির ঊর্ধ্বে ওঠার আহ্বান জানিয়েছেন বিকল্পধারার সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।

বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, ‘সব মানুষকে জাগিয়ে না তুললে, সবার সহযোগিতা না পেলে জঙ্গিদের খুঁজে পাওয়া দুষ্কর হবে। এই সুযোগ ব্যবহার করতে চাইলে ক্ষমতাসীন সরকার, বিরোধী দল, সাধারণ মানুষ, কৃষক-শ্রমিক, ছাত্র-শিক্ষক সবার সাহায্য নিতে হবে। এমন সংকটের সময় একে অন্যকে রাজনৈতিক দোষারোপের ঊর্ধ্বে উঠতেই হবে। ’
 
বিএনপি নেতৃত্বাধীন সরকার বিরোধী জোট ও ক্ষমতাসীন দলের সমালোচনা করে তিনি বলেন, ‘বিরোধীদলগুলো জনগণের কাছে যেভাবে যাওয়ার কথা ছিলো, যেভাবে কথা বলার কথা ছিলো তারা এখনো তা করতে পারেনি। অন্যদিকে সরকারও বিরোধীদলের শক্তিকে রাজনৈতিক কৌশলের মাধ্যমে কাজে লাগাতে পারতেন। ’

তিনি আরও বলেন, ‘আমরা অনেক দেরি করে ফেলেছি। আর দেরি করা যাবে না। আজকে আমরা জঙ্গি ভাইরাসে আক্রান্ত। সরকারকে দ্রুত ও দৃঢ় পদক্ষেপ নিতে হবে। ’

জঙ্গি নেতাদের জীবিত ধরার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, ‘সরকার কয়েকটি ক্ষেত্রে সাফল্য অর্জন করেছে। তারা তার কৃতিত্বের দাবিদার। জঙ্গিদের র্শীষ নেতা জীবন্ত না পাওয়া পর্যন্ত তাদের মূল পরিকল্পনা উদঘাটন করা কঠিন হবে। ’
 
বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৬
এমইউএম/আরআইএস/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।