ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

রামপাল বিদ্যুৎ কেন্দ্র হবেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০১৬
রামপাল বিদ্যুৎ কেন্দ্র হবেই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা নর্থ ব্যুরো (মানিকগঞ্জ): রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের প্রত্যয় ব্যক্ত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম।

 

তিনি বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে আমরা দেশ স্বাধীন করেছি, শেখ হাসিনার নেতৃত্বে দেশ চালাচ্ছি।

আর খালেদা জিয়া সুন্দরবন রক্ষার দরদ দেখাচ্ছেন। কোনো আন্দোলন করে লাভ হবে না। রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের সিদ্ধান্ত নিয়েছি, রামপাল বিদ্যুৎ কেন্দ্র হবেই।

বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে মানিকগঞ্জ বিজয় মেলা মাঠে ১৪ দলের সমাবেশে তিনি এসব কথা বলেন।
 
নির্বাচন সম্পর্কে মন্ত্রী এসময় বলেন, ২০১৯ সালের একদিন আগেও জাতীয় নির্বাচন হবে না।

মন্ত্রী ওই নির্বাচনে খালেদা জিয়াকে অংশ নেওয়ার আহবান জানান।

জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহীউদ্দীনের সভাপতিত্বে এই সমাবেশে উপস্থিত ছিলেন- সাম্যবাদী দলের সভাপতি দীলিপ বড়ুয়া, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুব ও ক্রীড়া সম্পাদক দেওয়ার সফিউল আরেফিন টুটুল, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক স্বপন, তরিকুল ফেডারেশনের মহাসচিব এমএ আব্দুল আওয়াল, মমতাজ বেগম এমপি প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০১, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।