ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রকারীদেরও বিচার হবে: নানক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৩ ঘণ্টা, আগস্ট ১২, ২০১০
বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রকারীদেরও বিচার হবে: নানক

ঢাকা: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার প্লাটফর্ম যারা তৈরি করেছিলো তাদেরও বিচার করা হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক।

বৃহস্পতিবার মহানগর নাট্যমঞ্চে যুবলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।



তিনি বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার উদ্দেশ্যে বলেন, যতই তর্জন-গর্জন করেন কোনো লাভ হবে না। বঙ্গবন্ধু হত্যার ষড়যন্ত্রকারী, ২১ আগস্ট শেখ হাসিনার ওপর গ্রেনেড হামলা এবং ১০ ট্রাক অস্ত্র আমদানির সঙ্গে জড়িতদেরও বিচার হবে।

নানক বলেন, সরকার যখন অর্থনৈতিক উন্নয়নে কাজ করে যাচ্ছে তখনই খালেদা জিয়া তার দুই পুত্রের দুর্নীতি ও যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতে ষড়যন্ত্র শুরু করেছেন। দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছেন।

তিনি যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় যুবলীগ নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইকবাল সোবহান চৌধুরী, যুবলীগের সাধারণ সম্পাদক জাতীয় সংসদের হুইপ মির্জা আজম, যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময় ১৮৩৩ ঘণ্টা,  ১২ আগস্ট, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।