ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

রাজনীতি

‘রামপাল বিদ্যুৎকেন্দ্র এখন সময়ের দাবি’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০১৬
‘রামপাল বিদ্যুৎকেন্দ্র এখন সময়ের দাবি’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিরাজগঞ্জ: স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘দেশের ক্রমাগত বিদ্যুৎ চাহিদা ও সংকট পূরণের লক্ষে রামপালে বিদ্যুৎকেন্দ্র এখন সময়ের দাবি। বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মিত হবে।

শনিবার (০৩ সেপ্টেম্বর) বিকেলে সিরাজগঞ্জের কাজিপুরে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে নির্মিত পাঁচতলার রেস্ট হাউজের উদ্বোধন শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, খালেদা জিয়া ক্ষমতায় থাকতে চাঁপাইনবাবগঞ্জের কানসাটে বিদ্যুৎ দাবি করায় কৃষককে গুলি করে হত্যা করা হয়েছিল। এ কথা দেশের জনগণ ভুলে যায়নি। তারা কোনোদিন জনগণকে বিদ্যুৎ দিতে পারেনি। ২০০১ সালে ক্ষমতায় আসার পর তারা বিদ্যুতের লাইন না দিয়ে খাম্বা দিয়েছে। কোটি কোটি টাকা লুটপাট করেছে। আজ তাদের মুখে রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিরোধিতা মানায় না।

জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন- সংসদ সদস্য গাজী ম ম আমজাদ হোসেন মিলন, সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু ইউসুফ সূর্য, অ্যাডভোকেট আব্দুর রহমান, আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান ও পৌর মেয়র হাজী নিজাম উদ্দিন প্রমুখ।

এর আগে মন্ত্রী প্রায় সাত কোটি টাকা ব্যয়ে শহীদ এম মনসুর আলী অডিটোরিয়ামের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।

বাংলাদেশ সময়: ১৯১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।