ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

খালেদা জিয়া মানুষের অধিকার আদায়ের আন্দোলনে আপোসহীন

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৯, ২০১৬
খালেদা জিয়া মানুষের অধিকার আদায়ের আন্দোলনে আপোসহীন

ঢাকা: মানুষের অধিকার আদায়ের আন্দোলনে খালেদা জিয়া আপোসহীন বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

খালেদা জিয়ার কারামুক্তির নবম বার্ষিকী উপলক্ষে শুক্রবার (০৯ সেপ্টেম্বর) সকালে সংবাদ মাধ্যমে পাঠানো এক বাণীতে এ মন্তব্য করেন তিনি।

ফখরুল বলেন, বিএনপি চেয়ারপার্সন মানুষের অধিকার আদায়ের আন্দোলনে আপোসহীন নেত্রী খালেদা জিয়া। তার ১১ সেপ্টেম্বর কারামুক্তির নবম বার্ষিকী উপলক্ষে আমি তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি।

তিনি বলেন, জনগণের নেত্রী জনগণের মধ্যে ফিরে এসে বিদ্যমান দুঃশাসনের বিরুদ্ধে এবং জনগণের অধিকারের প্রশ্নে লড়াই অব্যাহত রেখেছেন। তার নেতৃত্বে রাজনৈতিক সংগ্রামে সামিল হতে পেরে আমরা কৃতজ্ঞ। আমি তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, সেপ্টেম্বর ০৯, ২০১৬
এএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।