ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

জাপার এমপি ওমরকে সংবর্ধনা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৬
জাপার এমপি ওমরকে সংবর্ধনা

বগুড়া: বগুড়া জেলা জাতীয় পার্টির (জাপা) সাধারণ সম্পাদক এমপি নূরুল ইসলাম ওমর দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব নির্বাচিত হওয়ায় তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
 
শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে দলীয় কার্যালয়ে জেলা জাতীয় কৃষক পার্টির উদ্যোগে এ সংবর্ধনা দেওয়া হয়।


 
জেলা কৃষক পার্টির সভাপতি মেছের আলী মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- এমপি নূরুল ইসলাম ওমর।
 
এছাড়া অনুষ্ঠানে জাপার কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি অ্যাডভোকেট শাহজাহান আলী তালুকদার, কৃষক পার্টির কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল আলীম, জাপার কেন্দ্রীয় কমিটির সদস্য ফারুক আহমেদ, জাপা নেতা ছানাউল্লা ছানা, আজিজ আহমেদ রুবেল, হাবিবুর রহমান হাবিব, সাহিদুল ইসলাম, আরিফুল ইসলাম শহিদ, এমরান রহমান মিঠু, আইয়ুব হোসেন, হাজী ওমর আলী, ইছমাইল হোসেন, আব্দুস সাত্তার, সুলতান মাহমুদ কনক, আবু সাঈদ, মাকছুদ আলম প্রমুখ বক্তব্য রাখেন।
 
শেষে জাপার কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব নির্বাচিত হওয়ায় এমপি নূরুল ইসলাম ওমরকে ক্রেস্ট ও ফুল দিয়ে সংবর্ধনা দেওয়া হয়।
 
বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০১৬
এমবিএইচ/বিএস
 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।