ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

ভোলার মন্ত্রী-এমপিদের নিজ এলাকায় ঈদ উদযাপন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৬
ভোলার মন্ত্রী-এমপিদের নিজ এলাকায় ঈদ উদযাপন

ভোলা: ভোলার সংসদীয় চারটি আসনের সংসদ সদস্য ও মন্ত্রীরা নিজ নিজ এলাকায় এ বছর ঈদুল আজহা উদযাপন করবেন।

ঈদ উপলক্ষে এরই মধ্যে সংসদ সদস্যরা নিজ এলাকায় অবস্থান করে জনগণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় ও অসহায় দুস্থদের মধ্যে ত্রাণ বিতরণ করছেন।

তাদের আগমনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যেও বিরাজ করছে প্রাণচাঞ্চল্য।
 
ভোলা সদর আসনের সংসদ সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ঈদ পালন করবেন তার নিজ এলাকা ভোলা সদরে।

ভোলা-৪ আসনের সংসদ সদস্য এবং পরিবেশ ও বন উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ঈদ উদযাপন করবেন নিজ নির্বাচনী এলাকা চরফ্যাশনে।
 

ভোলা-৩ আসনের সংসদ সদস্য নূরুন্নবী চৌধুরী শাওন ঈদ পালন করবেন তার নির্বাচনী এলাকা লালমোহনে।

এছাড়া ভোলা-২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল ঈদ পালন করবেন তার নির্বাচনী এলাকা বোরহানউদ্দিনে।

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৬
আরবি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।