ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

দৌলতপুরে আ.লীগ নেতাকে পেটালো ছাত্রলীগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৬
দৌলতপুরে আ.লীগ নেতাকে পেটালো ছাত্রলীগ

মানিকগঞ্জ: মানিকগঞ্জের দৌলতপুর বাজারে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক দিলীপ ফৌজদারকে পিটিয়েছে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।



স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, পূর্ব শত্রুতার জের ধরে ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে পিটিয়েছে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় দিলীপকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) রকিবুজ্জামান বাংলানিউজকে বলেন, ‘মারধরের ঘটনাটি জানতে পেরে হাসপাতালে আ.লীগ নেতাকে দেখতে গিয়েছিলাম। সেখানে তার অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে। ’

তবে, এ ঘটনায় এখনো লিখিতভাবে কেউ কোনো অভিযোগ করেনি বলেও জানান ওসি।

দৌলতপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন হাসান বাংলানিউজকে জানান, হাতাহাতির ঘটনা ঘটেছে। তবে, ছাত্রলীগের কমিটির কেউ সেখানে ছিল না। ছাত্রলীগের কর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।