ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

হান্নান শাহ’র শারীরিক অবস্থার উন্নতি    

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৬
হান্নান শাহ’র শারীরিক অবস্থার উন্নতি      

ঢাকা: সিঙ্গাপুর র্যাফেলস্ হার্ট সেন্টারে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হান্নান শাহ’র শরীরে সফল অস্ত্রোপচারের পর অবস্থার উন্নতি হয়েছে।  
 
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে র্যাফেলস্ হার্ট সেন্টারের চিকিৎসক ডা. অ্যালভিন এনজি’র নেতৃত্বে একদল চিকিৎসক হান্নান শাহ’র অস্ত্রোপচার করেন।

 
 
সঙ্গে থাকা ছোট ছেলে শাহ রেজানুর হান্নান ও ছোট মেয়ে শারমিন হান্নানের বরাত দিয়ে বিএনপির প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান বাংলানিউজকে এ তথ্য জানান।  
 
তিনি জানান, অস্ত্রোপচারের মাধ্যমে হান্নান শাহ’র হৃদযন্ত্রে চারটি রিং বসানো হয়েছে। বিকেলে করানো হয়েছে এনজিওগ্রাম। খুলে দেওয়া হয়েছে লাইফ সাপোর্ট।  
 
সম্প্রতি অসুস্থ হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ। অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর পাঠানো হয়।  
 
বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৬
এজেড/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।