ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

‘বিএনপি-জামায়াত পাকিস্তানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৬
‘বিএনপি-জামায়াত পাকিস্তানের স্বপ্ন বাস্তবায়নে কাজ করছে’

ঝিনাইদহ: আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ‘বিএনপি ও জামায়াত পাকিস্তানের স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। ’

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ঝিনাইদহের হরিণাকুণ্ডুর পোড়াহাটি মাধ্যমিক বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী ও প্রাক্তণ শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, ‘বিএনপি ও জামায়াত পাকিস্তানের সঙ্গে আঁতাত করে বাংলাদেশকে ধ্বংস করে দিতে চেয়েছিল।
পাকিস্তানের এসব সৈনিকদের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। ’

পোড়াহাটি মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি জাহাঙ্গীর হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন- ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভাইচ চ্যান্সেলর প্রফেসর ড. হারুন উর রশীদ আসকারী।

এতে বিশেষ অতিথি ছিলেন- ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।