ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

রংপুরে ২ জামায়াতকর্মীসহ গ্রেফতার ৫৮

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৬
রংপুরে ২ জামায়াতকর্মীসহ গ্রেফতার ৫৮

রংপুর: রংপুরের বিভিন্ন উপজেলার অভিযান চালিয়ে মামলার ওয়ারেন্টভূক্ত ২ জামায়াত কর্মীসহ ৫৮ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত থেকে শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত অভিযান চালিয়ে ২ তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানান, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের সকলেই আদালতের ওয়ারেন্টভুক্ত ও বিভিন্ন মামলায় সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘদিন ধরে পলাতক থাকায় গ্রেফতার করা সম্ভব হয়নি। তাদের বিরুদ্ধে নাশকতা, চুরি-ডাকাতী ও সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক বাংলানিউজকে জানান,গ্রেফতার আসামিরা আদালতের ওয়ারেন্টভুক্ত ও বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত আসামি। দীর্ঘদিন ধরে তারা পলাতক ছিল।

শনিবার  (১৭ সেপ্টেম্বর) সকালে তাদেরকে আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭,২০১৬
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।