ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

‘বিএনপি-জামায়াত দেশকে অস্থিতিশীল করছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৬
‘বিএনপি-জামায়াত দেশকে অস্থিতিশীল করছে’

গোপালগঞ্জ: মৎস্য প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, ‘বিএনপি-জামায়াত সন্ত্রাস ও জঙ্গিবাদের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করছে। ’

 

শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে টুঙ্গিপাড়া উপজেলার বন্যাবাড়ী মৎস্য অভয়াশ্রম মৎস্য প্রকল্প পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আমাদের দেশে যে জলাশয়গুলো ছিল সেগুলো প্রাকৃতিকভাবে ভরাট হওয়ায় দেশীয় প্রজাতির মাছ বিলুপ্ত হতে চলছিল। কিন্তু বর্তমান সরকারের নজরদারি ও বিভিন্ন প্রকল্প গ্রহণ করায় দেশীয় মাছ আবার ফিরে আসতে শুরু করেছে। ’

সেখানে আরও বক্তব্য রাখেন- টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ আহম্মদ হোসেন মির্জা, বন্যাবাড়ী মৎস্য অভয়াশ্রমের প্রতিষ্ঠাতা সভাপতি ওহিদ শেখ, গোপালপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সুষেণ সেন।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৬
এজি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।