ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

রাজনীতি

‘শিক্ষা সাংবিধানিক অধিকার, পণ্য নয়’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৬
‘শিক্ষা সাংবিধানিক অধিকার, পণ্য নয়’

ঢাকা: দেশের নাগরিকদের সাংবিধানিক অধিকার হচ্ছে শিক্ষা। শিক্ষা কোনো পণ্য নয়।

কিন্তু, দুঃখজনক হলেও সত্য শিক্ষাকে আজ লাভজনক বাণিজ্যে পরিণত করা হয়েছে।
 
রোববার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে যাদু মিয়া মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া এসব কথা বলেন।
 
৫৪তম শিক্ষা দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় ছাত্র কেন্দ্র এ আলোচনা সভার আয়োজন করে।
 
গোলাম মোস্তফা ভূঁইয়া বলেন, শিক্ষার্থীদের জিম্মি করে রাজধানীর নামি-দামি স্কুলগুলোতে রমরমা বাণিজ্য চলছে। বিভিন্ন স্কুলে শিক্ষার্থীদের ভর্তি ফি ও বেতন বাড়ানোর হিড়িক পড়েছে, যা অস্বাভাবিক ও অযৌক্তিক।
 
দেশের এক শ্রেণীর শিক্ষক শিক্ষাকে বাণিজ্যে পরিণত করেছেন অভিযোগ তুলে তিনি বলেন, ওই শিক্ষকদের জীবন-মান প্রমাণ করে, তারা শিক্ষাকে শোষণের হাতিয়ারে পরিণত করেছেন। তারা ভুলে গেছেন, শিক্ষা বাণিজ্য নয়-অধিকার। দুদকের দায়িত্ব, শিক্ষক নামধারী এসব দুর্নীতিবাজদের দুর্নীতির খুঁজে বের করা।
 
জাতীয় ছাত্র কেন্দ্রের সমন্বয়কারী এইচ এম মেহেদী হাসানের সভাপতিত্বে ও সোলায়মান সোহেলের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন  ঢাকা মহানগর ন্যাপের সদস্য সচিব মো. শহীদুননবী ডাবলু, ছাত্র কেন্দ্রের যুগ্ম সমন্বয়কারী স্বরজিৎ কুমার দ্বিপ, গোলাম মোস্তাকিন ভূঁইয়া, নির্বাহী সদস্য আবুল হোসেন, সীমা আক্তার প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৭৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৬
এজেড/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।