ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

রাজনীতি

‘মধ্যবর্তী নির্বাচনের প্রশ্নই আসে না’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৬
‘মধ্যবর্তী নির্বাচনের প্রশ্নই আসে না’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুড়িগ্রাম: নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘মধ্যবর্তী নির্বাচনের প্রশ্নই আসে না। মেয়াদ শেষে আগামী ২০১৯ সালে সঠিক সময়ে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

আগামী নির্বাচনে নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য বিএনপি নির্বাচনে যেতে বাধ্য হবে। ’

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রামের ভুরুঙ্গমারী উপজেলার সোনাহাটে ৩৬ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে বঙ্গসোনাহাট স্থলবন্দরের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন- এলজিআরডি প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা এমপি, কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য মো. জাফর আলী, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য একেএম মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দেশবন্ধু গ্রুপের চেয়ারমান সিআইপি গোলাম মোস্তফা, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তী, বিআইডব্লিউআরটিএ চেয়ারম্যান মোজাম্মেল হক প্রম‍ুখ।

উন্নয়ন কাজের উদ্বোধন শেষে অধিগ্রহণকৃত জমির মালিকদের মধ্যে তিনি চেক বিতরণ করেন। তাৎক্ষণিকভাবে স্থলবন্দরের অধিগ্রহণকৃত জমির মালিকদের ক্ষতিপূরণের চার পরিবারের ছয়জনের মাঝে ৪০ লাখ ৯ হাজার ৪৩৪ টাকার চেক বিতরণ করেন।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৬
এনটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।