ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

রাজনীতি

সুন্দরগঞ্জে জামায়াত নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৬
সুন্দরগঞ্জে জামায়াত নেতা গ্রেফতার

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে মো. আশরাফ আলী (৪৬) নামে এক জামায়াত নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। চার পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যাসহ সাত মামলার আসামি তিনি।

শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ছাপরহাটি ইউনিয়নের খামার পাঁচগাছী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

আশরাফ আলী ওই গ্রামের বাসিন্দা। তিনি ছাপরহাটি ইউনিয়ন জামায়াতের সভাপতি।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসরাইল হোসেন বাংলানিউজকে জানান, ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারি মানবতাবিরোধী অপরাধ মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির রায়কে কেন্দ্র করে উপজেলার বামনডাঙ্গা পুলিশ ফাঁড়ির চার পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা করে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। আশরাফ আলী সেই মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি।

এছাড়া তার বিরুদ্ধে গাড়ি ভাঙচুরসহ নাশকতার ছয়টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। সম্প্রতি এলাকায় আসেন তিনি। খবর পেয়ে দুপুরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আশরাফ আলীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৬

এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।