ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

রাজনীতি

‘শেখ হাসিনা প্রমাণ করেছেন কিভাবে জঙ্গি দমন করতে হয়’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৬
‘শেখ হাসিনা প্রমাণ করেছেন কিভাবে জঙ্গি দমন করতে হয়’ ছবি: শাকিল- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই মাসে জঙ্গি দমন করে বিশ্বের কাছে প্রমাণ করে দিয়েছেন, কিভাবে জঙ্গি-সন্ত্রাস দমন করতে হয়। তিনি একক প্রচেষ্টায় বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন।

শেখ হাসিনাকে সংবর্ধনা জানাতে রাজপথে জনতার ঢল নামানো হবে বলেও জানান তিনি।

শনিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যৌথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন এবং গণসংবর্ধনার প্রস্তুতি নিতে হোটেল রাজমনি ঈশা খাঁয় এ যৌথসভার আয়োজন করা হয়।

মাহবুব-উল আলম হানিফ আরও বলেন, ‘শেখ হাসিনা খাদ্য ঘাটতির দেশকে চাল রফতানির দেশ হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। শ্রীলঙ্কায় চাল রফতানি করা হয়েছে। এক সময় বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগ হলে বিদেশের সাহায্য নিতে হতো। এখন অন্য দেশের দুর্যোগে বাংলাদেশ সাহায্য পাঠাচ্ছে। নেপালে ভূমিকম্পের পর বাংলাদেশ সাহায্য পাঠিয়েছে’।

‘এখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এরা স্বল্পন্নোত দেশগুলোকে উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশকে অনুসরণ করার পরামর্শ দিচ্ছেন। আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এ উচ্চতায় নিয়ে এসেছেন তার একক প্রচেষ্টায়’।

হানিফ বলেন, ‘এ কাজ করতে গিয়ে শেখ হাসিনাকে অনেক চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়েছে। বাংলাদেশকে এগিয়ে নেওয়ার এ সম্মান শেখ হাসিনার পাশাপাশি দেশের ১৬ কোটি মানুষের। এজন্য তিনি আগামী ৩০ সেপ্টেম্বর জাতিসংঘ থেকে যখন দেশে ফিরবেন তখন বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত রাস্তায় ফুলের পাপড়ি বিছিয়ে দেওয়া হবে’।

‘দেশের মানুষ শেখ হাসিনার পাশে আছে, এটা প্রমাণ করতে রাজপথে জনতার ঢল নামাতে হবে। রাজপথকে লোকে-লোকারণ্য করে দিতে হবে’।
যৌথসভায় বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘ষড়যন্ত্র এখনও চলছে, শেষ হয়নি। বিএনপি-জামায়াত বসে নেই, তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আপনাদের সকলকে সতর্ক থাকতে হবে। সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে’।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে যৌথসভায় বক্তব্য দেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য সুজিত রায় নন্দী, মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, আবুল বাশার, ডা. দিলীপ রায়, আক্তার হোসেন, হেদায়েতুল ইসলাম স্বপন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৬
এসকে/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।