ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

রাজনীতি

খালেদা জিয়াকে ‘নকল জন্মদিন’ পালন না করার আহ্বান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪২ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১০
খালেদা জিয়াকে ‘নকল জন্মদিন’ পালন না করার আহ্বান

ঢাকা: বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াকে ১৫ আগস্ট ‘নকল জন্মদিন’ পালন না করার আহ্বান জানিয়ে শুক্রবার সকালে মানববন্ধন করেছেন আওয়ামী লীগের মহিলা সংসদরা।

জাতীয় প্রেসকাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হানিফ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উদ্দেশ্যে বলেন, ‘নকল জন্মদিন পালন থেকে বিরত থাকুন।

না হলে জাতি বিগত ২৯ ডিসেম্বরের নির্বাচনের মতো আপনাদের আস্তকুড়ে নিক্ষেপ করবে। ’

তিনি আরো বলেন, ‘আপনি যখন প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন তখন আপনার জন্মদিন ১৫ আগস্ট ছিল না। কিন্তু পরে ১৫ আগস্ট জন্মদিন পালন করে আপনি শপথ ভঙ্গ ও সংবিধান লঙ্ঘন করেছেন। এজন্য আপনার বিচার হওয়া উচিত। ’

মানববন্ধনে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদুন নাহার লাইলী মিথ্যা জন্মদিন পালন প্রতিহত করার জন্য আহ্বান জানান।

এসময় আরো বক্তব্য রাখেন অ্যাডভোকেট তারানা হালিম, আশরাফুননেসা মোশাররফ, নাজমা আক্তার, জিন্নাতুননেসা তালুকদার, অপু উকিল প্রমুখ।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩০২ ঘণ্টা, ১৩ আগস্ট, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।