ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘জাতির দুঃসময়ের প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন হান্নান শাহ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৯ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৬
‘জাতির দুঃসময়ের প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন হান্নান শাহ’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ময়মনসিংহ: বিএনপি নেতা হান্নান শাহ দেশ ও জাতির দুঃসময়ের প্রতিবাদী কণ্ঠস্বর ছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির নেতারা।

 

শনিবার (০৮ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আয়োজনে নতুন বাজারস্থ দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন তারা।


   
এ সময় জেলা বিএনপির সভাপতি ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এ কে এম মোশাররফ হোসেনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি নূরজাহান ইয়াসমীন, ফুলবাড়ীয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুল ইসলাম, ফুলপুরের উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আবুল বাসার আকন্দ, ত্রিশালের উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন, জেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক অধ্যাপক শেখ আমজাদ আলী, কাজী রানা, শাহ শিব্বির আহম্মেদ বুলু, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূরুল হক প্রমূখ।
 
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাহাবুবুল আলম মাহাবুব, রতন আকন্দ, নজরুল ইসলাম ভূইয়া, শেখ আজিজ, হাতেম আলী, মিলন আকন্দ, ভাইস চেয়ারম্যান আশরাফ হোসাঈন, খালেদা আতিক, জেলা যুবদলের সাধারণ সম্পাদক খন্দকার মাসুদ, উত্তর জেলা যুবদলের সভাপতি কামরুজ্জামান লিটন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রফিকুল আলম শামীম, তাঁতী দল নেতা জামাল হোসেন, যুবদল নেতা মোজাম্মেল হক টুটু, জগলুল হায়দার, জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তানভীরুল ইসলাম টুটুল, যুগ্ম সম্পাদক রাসেল চৌধুরী, মহিলা দলনেত্রী আতিয়া ফাইরুজ মলি প্রমুখ।       
 
বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০১৬
এমএএএম/আরআইএস/এমজেএফ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।