ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘ক্রসফায়ারের নামে মানবতাবিরোধী অপরাধে মেতেছে সরকার’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, অক্টোবর ৯, ২০১৬
‘ক্রসফায়ারের নামে মানবতাবিরোধী অপরাধে মেতেছে সরকার’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, জঙ্গিদের বিচারের মুখোমুখি না করে ক্রসফয়ারের নামে মানবতাবিরোধী অপরাধে মেতেছে সরকার।  

রোববার (০৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে এক নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।

খন্দকার মাহবুব বলেন, জঙ্গি নিধনের নামে নাটক সৃষ্টি করে তাদের হত্যা করার মধ্য দিয়ে সরকার মানবতাবিরোধী অপরাধে মেতেছে। মানবতাবিরাধী অপরাধ করার পাশাপাশি সংবিধানও লঙ্ঘন করছে। এজন্য তাদের একদিন আন্তর্জাতিক আদালতের মুখোমুখি হতে হবে।

অন্যদিকে তিনি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ সারাদেশে গ্রেফতার হওয়া নেতা-কর্মীর নিঃশর্ত মুক্তি দাবি করেন।

আয়োজক সংগঠনের সভাপতি আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে নাগরিক সমাবেশে আরো বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবেদিন ফারুক, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, অক্টোবর ০৯, ২০১৬
এসটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।