ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

মঙ্গলবার জাতীয়তাবাদী মহিলা দলের সভা

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৬
মঙ্গলবার জাতীয়তাবাদী মহিলা দলের সভা

ঢাকা: মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দলের যৌথসভা অনুষ্ঠিত হবে।

সোমবার (১০ অক্টোবর) দুপুরে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওইদিনের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।

সভার সভাপতিত্ব করবেন মহিলা দল মহানগর উত্তর শাখার সভাপতি পেয়ারা মোস্তফা এবং সভা পরিচালনা করবেন সাধারণ সম্পাদক আমেনা খাতুন।

মহিলা দল মহানগর উত্তর এর সব থানা ও ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, এক নং যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবদের যথাসময়ে যৌথসভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৬
এএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।