ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

বগুড়ায় জেলা যুবলীগের সম্মেলন সফল করতে মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৬
বগুড়ায় জেলা যুবলীগের সম্মেলন সফল করতে মিছিল

বগুড়া: বগুড়ায় যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে মিছিল ও সমাবেশ হয়েছে।

 

 
শুক্রবার (১৪অক্টোবর) সন্ধ্যায় শহরের সাতমাথা সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে থেকে শহর যুবলীগের উদ্যোগে এই মিছিল বের করা হয়।


 
মিছিলটি শহরের সাতমাথা হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়ে সংক্ষিপ্ত সমাবেশের করা হয়।

শহর যুবলীগের সভাপতি মাহফুজ আলম জয়ের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- শহর যুবলীগের সহ-সভাপতি মতিন আলী প্রামাণিক, সাজেদুর রহমান সিজু, কামরুল হুদা উজ্জ্বল, ফজলে রাব্বি মিথুন, বাপ্পি কুমার চৌধুরী, গোলাম রহমান, গোলাম রহমান ফটো, আলমাতুল ইসলাম মনি, মোস্তাফিজার রহমান, আব্দুর রহমান, রাজ মাহমুদ কাওছার, ইফতারুল ইসলাম মামুন, জাকারিয়া আদিল, আহসান হাবিব রুবেল, সার্বির, অর্চি, রনিসহ প্রমুখ।
 
শনিবার (১৫ অক্টোবর) জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে।
 
বাংলাদেশ সময়: ২২১৬ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৬
এমবিএইচ/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।