ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

তিন পার্বত্য জেলায় হরতাল পেছালো

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
তিন পার্বত্য জেলায় হরতাল পেছালো

রাঙামাটি: বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রবারণা পূর্নিমার কারণে আগামী ১৬ অক্টোবর (রোববার) তিন পার্বত্য জেলায় ঘোষিত হরতালের তারিখ পরিবর্তন করা হয়েছে।

নতুন ঘোষিত তারিখ অনুযায়ী বুধবার (১৯ অক্টোবর) রাঙামাটি ও বান্দরবানে এবং বৃহস্পতিবার (১৭ অক্টোবর) খাগড়াছড়িতে হরতাল পালিত হবে।

শুক্রবার (১৪ অক্টোবর) রাত ১১টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাঙালি সংগঠনগুলো।

এদিকে, পার্বত্য গণপরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট পারভেজ তালুকদার হরতালের তারিখ পরিবর্তনের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৌদ্ধদের ধর্মীয় উৎসবের প্রতি শ্রদ্ধা রেখে ঘোষিত রোববারের হরতাল পরিবর্তন করে বুধবার এবং বৃহস্পতিবার করা হয়েছে।

পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের ২০১৬ সংশোধনীর প্রতিবাদে ও বান্দরবানের নেতা আতিকুর রহমানের মুক্তির দাবিতে দুই দফায় ৪৮ ঘণ্টা হরতালের ডাক দেয় পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলন,পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ, পার্বত্য নাগরিক পরিষদ, পার্বত্য গণ পরিষদ এবং পার্বত্য বাঙালি ছাত্র ঐক্য পরিষদ নামে ৫টি বাঙালি সংগঠন।

বাংলাদেশ সময়: ০২৪০ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।