ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

আশুলিয়ায় যুবলীগ নেতাকে কুপিয়েছে ছাত্রলীগ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
আশুলিয়ায় যুবলীগ নেতাকে কুপিয়েছে ছাত্রলীগ

আশুলিয়া, সাভার: আশুলিয়ায় দেলোয়ার হোসেন নামে যুবলীগের এক নেতাকে বাসা থেকে ডেকে নিয়ে কুপিয়েছে বলে ঢাকা জেলা ছাত্রলীগের এক নেতার বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে।

রোববার (১৬ অক্টোবর) দিবাগত রাতে আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় এ ঘটনা ঘটে।


 
আহত দেলোয়ার হোসেন ধামসোনা ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি এবং অভিযুক্ত হাসান মণ্ডল ঢাকা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

আহত দেলোয়ার হোসেনের পরিবারের দাবি, ডেন্ডাবর এলাকায় বিচার বসেছে এমন মিথ্যা তথ্য দিয়ে দেলোয়ারকে বাসা থেকে ডেকে নিয়ে যায় ছাত্রলীগ নেতা হাসান মণ্ডল। পরে তাকে রিকশার গ্যারেজের সামনে নিয়ে হাসান মণ্ডলের ভাই সাদ্দাম ও সোহেলসহ ৭-৮ জন ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও শরীরে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে। এসময় সে দৌড়ে পালিয়ে নিজ বাড়ির সামনে পৌঁছে জ্ঞান হারিয়ে ফেলে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে ঢাকা পঙ্গু হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়।

এ ঘটনার সত্যতা জানতে ছাত্রলীগ নেতা হাসান মণ্ডলের মোবাইল ফোনে একাধিকবার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বাংলানিউজকে জানান, এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে থানায় এখনও কোন অভিযোগ করা হয়নি। তবে আমাদের কাছে খবরটি এসেছে অভিযোগ পেলে আমরা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। ওই এলাকায় নিরাপত্তার জন্য বাড়তি নজরদাড়ি রাখা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।