ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

মাহবুবুর রব সাদী’র মৃত্যুতে ফখরুলের শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
মাহবুবুর রব সাদী’র মৃত্যুতে ফখরুলের শোক

ঢাকা: মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও দেশের বিশিষ্ট রাজনীতিক মাহবুবুর রব সাদী বীর প্রতীকের গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে সংবাদ মাধ্যমে পাঠানো বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।

রোববার (১৬ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৪ বছর।

শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, ‘মরহুম মাহবুবুর রব সাদী জাসদের প্রতিষ্ঠাকালীন নেতা এবং সংসদ সদস্য নির্বাচিত হলেও পরবর্তীতে জাসদের হিংসাত্মক ও সন্ত্রাসী রাজনীতি থেকে বেরিয়ে এসে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সংস্পর্শে সুস্থ ধারার রাজনীতি চর্চায় নিজেকে সম্পৃক্ত করেন।

তিনি বলেন, মরহুম সাদী একজন সাহসী, প্রচারবিমূখ এবং ব্যাপক জনপ্রিয় রাজনীতিবিদ ছিলেন। একজন মুক্তিযোদ্ধা হিসেবে সাহস এবং সততাকে পূঁজি করেই পথ চলেছেন জীবনভর। নীতি ও নৈতিকতার প্রশ্নে তিনি কখনো আপোষ করেননি।

আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।