ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. তাজুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।  

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব লুৎফুন নাহার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, খাগড়াছড়ি সদর থানায় দায়ের করা একটি মামলায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান তাজুল ইসলামের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। আদালত ওই অভিযোগপত্র গ্রহণ করায় তাজুল ইসলামের মাধ্যমে উপজেলা পরিষদের ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থি। তাই উপজেলা পরিষদ আইন ১৯৯৮ এর ১৩ খ(১) ধারা অনুযায়ী তাজুল ইসলামকে সাময়িকভাবে বরখাস্ত করা হলো।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৫ সালের ৫ জানুয়ারি জেলা শহরের ভাঙাব্রিজ এলাকা থেকে গণতন্ত্র হত্যার প্রতিবাদে মিছিল বের করে জেলা বিএনপি ও এর বিভিন্ন সহযোগী সংগঠন। মিছিলটি পেঙ্গুইন মোড়ে এলে পুলিশ তাদের ধাওয়া করে। এসময় তারা দৌড়ে পাশের শাপলা চত্বরে জেলা ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশস্থলে গেলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এই ঘটনায় দু’টি মামলা দায়ের করা হয়।

সাময়িক বহিষ্কৃত মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, সোমবার সন্ধ্যায় কপিটি আমি হাতে পেয়েছি। যেহেতু সরকারের করা নতুন আইনে কোনো নির্বাচিত জনপ্রতিনিধির নামে অভিযোগ থাকলে বরখাস্ত করার বিধান রয়েছে। তাই আমাকে বরখাস্ত করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।