ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

পদ্মা সেতুতে দুর্নীতির প্রমাণ না দিলে মামলা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
পদ্মা সেতুতে দুর্নীতির প্রমাণ না দিলে মামলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পদ্মাসেতু নিয়ে বিএনপি নেতারা দুর্নীতির যে অভিযোগ তুলেছেন তা প্রমাণ করতে না পারলে তাদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

একই সঙ্গে দলের আসন্ন সম্মেলনের মধ্যদিয়ে আগামী নির্বাচনের সার্বিক প্রস্তুতি শুরু হবে বলেও জানান তিনি।

মঙ্গলবার (১৮ অক্টোবর) দুপুরে ধানমন্ডির প্রিয়াঙ্কা কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের ৫৩তম জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ এ আলোচনা সভার আয়োজন করে।

ওবায়দুল কাদের বলেন, পদ্মাসেতু নির্মাণে দুর্নীতি হয়েছে বলে বিএনপি নেতারা অভিযোগ করেছেন। কিভাবে দুর্নীতি হয়েছে, সেটা প্রমাণ করতে না পারলে বিএনপির যেসব নেতারা অভিযোগ করেছেন তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

ওবায়দুল কাদের বলেন, নিজস্ব সক্ষমতায় বাংলাদেশ পদ্মাসেতু নির্মাণ করছে। যে বিশ্বব্যাংক পদ্মা সেতুতে দুর্নীতির অভিযোগ করেছিলো সেই বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট নিজের অর্থে বাংলাদেশ কিভাবে পদ্মাসেতু নির্মাণ করছে তা দেখতে এসেছেন। বিএনপির যেসব নেতার গা থেকে এখনও দুর্নীতির গন্ধ যায়নি তারা এখন দুর্নীতির অভিযোগ করছেন। অভিযোগ করেছেন ভালো, তবে তা প্রমাণ করুন। তা না হলে মামলা করা হবে।
 
সভায় ওবায়দুল কাদের শেখ রাসেলের স্মৃতি চারণ করে বলেন, বঙ্গবন্ধুর পরিবারকে নিশ্চিহ্ন করতে প্রকাশ্যে ষড়যন্ত্র চলছে। সম্মেলনের মধ্যদিয়ে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। নেত্রীর নির্দেশে সম্মেলনের মধ্যদিয়ে যে নতুন নেতৃত্ব আসবে সেই নেতৃত্ব নিয়েই ঝাপিয়ে পড়বো।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি একেএম রহমতউল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন-  আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দফতর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, ঢাকা মহানগর আওয়ামী লীগ দক্ষিণের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, উত্তরের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।

** ‘বিএন‌পির রাজনী‌তি এখন না‌লি‌শের রাজনী‌তি’

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
এসকে/ওএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।