ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ভৈরব আ.লীগের সভাপতি সায়দুল্লাহ, সম্পাদক সেন্টু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
ভৈরব আ.লীগের সভাপতি সায়দুল্লাহ, সম্পাদক সেন্টু

কিশোরগঞ্জ: দীর্ঘ ১১ বছর পর কিশোরগঞ্জের ভৈরব উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মো. সায়দুল্লাহ মিয়া ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে তাদের নাম ঘোষণা করা হয়।

উপজেলা আওয়ামী লীগ সূত্র জানায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করতে বিকেল থেকে উপজেলার সব ইউনিয়নের ডেলিগেটদের নিয়ে ভৈরব পৌর মিলনায়তনে ভোট শুরু হয়।

পরে সন্ধ্যা সোয়া ৭টায় ভোট গণনা শেষে ১৬২ ভোটের মধ্যে সায়দুল্লাহ ১৩০ ভোট পেয়ে সভাপতি ও সেন্টু ১২২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য নাজমুল হাসান পাপন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল হাসান শাহজাহান ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজাল প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৬
আরবি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।