ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সম্মেলনে বিএনপিকে দাওয়াত করলো আ.লীগ

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
সম্মেলনে বিএনপিকে দাওয়াত করলো আ.লীগ

ঢাকা: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চিঠি দিয়ে সম্মেলনের দাওয়াত দিয়েছে আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) বেলা সোয়া ১১টায় নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দাওয়াত পৌঁছে দেন দলের উপ দফতর সম্পাদক অ্যাড. মৃণাল কান্তি দাসের নেতৃত্বাধীন ৫ সদস্যের প্রতিনিধি দল।

এ সময় মির্জা ফখরুল তাদের আপ্যায়ান করেন এবং তাদের সঙ্গে কুশল বিনিমিয় করেন।  

মৃনালকান্তি দাস উপস্থিত সাংবাদিকদের বলেন, আমরা বিএনপির চেয়ারপারসন ও মহাসচিবকে সম্মেলনের দাওয়াত দিয়েছি। আশা করছি তারা আমাদের সম্মেলনে যোগ দেবেন।

জামায়াত ছাড়া দেশের সকল রাজনৈতিক দলগুলোকে সম্মেলনের দাওয়াত দিয়েছেন বলেও জানান এ আওয়ামী লীগ নেতা।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
এমএম/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।