ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

৭ নভেম্বর উপলক্ষে বিএনপির ১০ দিনের কর্মসূচি

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
৭ নভেম্বর উপলক্ষে বিএনপির ১০ দিনের কর্মসূচি

ঢাকা: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১২টায় নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে এ কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় উপস্থিত ছিলেন- যুগ্ম মহাসচিব মুজিবুর রহমান সারোয়ার, মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও ভাইস চেয়ারম্যান শামসুজ্জমান দুদু।
 
আওয়ামী লীগের কাউন্সিলে যোগ দেবেন কিনা জানতে চাইলে ফখরুল বলেন, দলের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। দাওয়াত দিয়েছেন আমরা খুশি হয়েছি। তবে আমাদের কাউন্সিলে তাদের দাওয়াত দিয়েছিলাম তারা আসেননি। তারা আসলে আমরা খুশি হতাম।

বাংলাদেশ সময়: ১৩১২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৬
এমএম/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।