ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

‘আ.লীগের সম্মেলনে সন্ত্রাসী কার্যক্রমে শিকার হওয়ার হুমকি নেই’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৬
‘আ.লীগের সম্মেলনে সন্ত্রাসী কার্যক্রমে শিকার হওয়ার হুমকি নেই’ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

ঢাকা: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আওয়ামী লীগের সম্মেলনে কোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রমে শিকার হওয়ার হুমকি নেই। সারাদেশ থেকে দলীয় নেতাকর্মীরা উৎসবমুখর পরিবেশে সম্মেলনে যোগ দেবেন।

শুক্রবার (২১ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ডিজিটাল মেলা (ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬) ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) সাইবার সিকিউরিটি বিষয়ক এক সেমিনারে অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।  

আসাদুজ্জামান খান কামাল বলেন- আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে কোনো হুমকির মোকাবেলায় প্রস্তত আছে।

মন্ত্রী বলেন, জঙ্গিবাদে অর্থ যোগানদাতাদের ধরা হবে। তবে সরকার তাদের নাম ও সংখ্যা প্রচার করতে চায় না।

বুধবার (১৯ অক্টোবর) সকালে তিন দিনব্যাপী ডিজিটাল ওয়ার্ল্ড-২০১৬ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বাংলাদেশ সময়: ১২০১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৬
আরএম/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।