ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ঠাকুরগাঁও জেলা শিবিরের সভাপতি আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৬ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
ঠাকুরগাঁও জেলা শিবিরের সভাপতি আটক

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও জেলা ছাত্র শিবিরের সভাপতি রাজিউর রহমান রাজুকে আটক করেছে পুলিশ।  

সোমবার (২৪ অক্টোবর) দুপুর ১টার দিকে শহরের চৌরাস্তা থেকে তাকে আটক করা হয়।

তিনি সরকার পাড়ার ইউনুস আলীর ছেলে।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বাংলানিউজকে জানান, আটক শিবিরের সভাপতির কাছ থেকে জিহাদি বই উদ্ধার করা হয়েছে। তার মোবাইল ফোনে কাদের মোল্লাকে মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে বিভিন্ন লেখা পাওয়া গেছে।

ঠাকুরগাঁও অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহম্মেদ আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, আটক শিবিরের সভাপতি সামাজিক মাধ্যমসহ বিভিন্নভাবে সরকার বিরোধী প্রচার চালিয়ে যাচ্ছিলেন। তিনি নাশকতা ঘটাতে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৬
পিসি/
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।