ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

রাজধানীতে ঢাবি-জাবি ছাত্রদলের দুই নেতা-কর্মী আটক

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৩ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
রাজধানীতে ঢাবি-জাবি ছাত্রদলের দুই নেতা-কর্মী আটক

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং কলেজের সামনে থেকে ছাত্রদলের দুই নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

এরা হলেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল কর্মী গাজী রাসেল ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি সোহেল রানা।

মঙ্গলবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়।

শাহবাগ থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শফিয়ার রহমান বাংলানিউজকে জানান, রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং কলেজের সামনে ছাত্রদলের কর্মীরা জড়ো হচ্ছিলেন। এ সময় স্থানীয়রা তাদের আটক করে শাহবাগ থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

বাংলাদেশ সময়: ০০১৪ ঘণ্টা, অক্টোবর ২৬, ২০১৬
এজেডএস/পিসি
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।