ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

ঈশ্বরগঞ্জে জাতীয় পার্টির নতুন কমিটির সভা অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৯ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৬
ঈশ্বরগঞ্জে জাতীয় পার্টির নতুন কমিটির সভা অনুষ্ঠিত

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উপজেলা জাতীয় পার্টির নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দুপুরে উপজেলা সদরের পশু হাসপাতাল রোডে দলটির কার্যালয়ের সামনে এ সভা অনুষ্ঠিত হয়।

কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনের পর গত ১৬ অক্টোবর ৭১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটির অনুমোদন দেন জেলা জাতীয় পার্টির সভাপতি ও বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।

নবগঠিত কমিটির পরিচিতি সভায় কমিটির সব সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরিচিতি সভায় বক্তব্য রাখেন- উপজেলা জাতীয় পার্টির সভাপতি স্থানীয় সংসদ সদস্য ফখরুল ইমাম, সাধারণ সম্পাদক আবদুল হাদী, সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম খান সুরুজ, আনোয়ারুল হাসান খান সেলিম, শহীদুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘন্টা, অক্টোবর ২৭, ২০১৬

টিআই

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।