ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

খাগড়াছড়িতে সড়ক অবরোধ ও পানছড়িতে হরতাল চলছে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, নভেম্বর ৩, ২০১৬
খাগড়াছড়িতে সড়ক অবরোধ ও পানছড়িতে হরতাল চলছে বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের (পিসিপি) কেন্দ্রীয় তিন নেতার মুক্তির দাবিতে খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ এবং পানছড়িতে হরতাল পালিত হচ্ছে।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকাল ৬টা থেকে এ হরতাল ও সড়ক অবরোধ শুরু হয়।

পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি বিনয়ন চাকমা, সাধারণ সম্পাদক বিপুল চাকমা ও সাংগঠনিক সম্পাদক অনিল চাকমার মুক্তির দাবিতে এ কর্মসূচি পালিত হচ্ছে।

সড়ক অবরোধের কারণে খাগড়াছড়ির সঙ্গে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। তবে শহরে কিছু হালকা যান চলাচল চলতে দেখা গেছে।

এদিকে বৃহস্পতিবার খাগড়াছড়িতে সাপ্তাহিক হাটবার হলেও অবরোধের কারণে কৃষকরা উৎপাদিত কৃষি পণ্য আনতে পারেনি।

অন্যদিকে পানছড়িতে বন্ধ রয়েছে সব ধরনের দোকানপাঠ। চলছেনা কোন ধরনের যানবাহন। শহরতলীর বিভিন্ন জায়গায় চোরাগুপ্তা পিকেটিং করার খবর পাওয়া গেছে।

সড়ক অবরোধ ও হরতালকে কেন্দ্র করে জেলাজুড়ে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। শহরের গুরুত্বপূর্ণ জায়গায় পুলিশ মোতায়েনের পাশাপাশি জোরদার করা হয়েছে পুলিশি টহল। তবে এখন পর্যন্ত কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

গত ২৩ অক্টোবর একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বিপুল চাকমাকে পানছড়ি থেকে আটক করে পুলিশ। ওইদিন রাতে অসুস্থ অবস্থায় তার মা মারা যান। পরে ২৫ অক্টোবর ৭ ঘণ্টার জন্য প্যারোলো মুক্তি পেয়ে মায়ের দাহক্রিয়া অনুষ্ঠানে যোগ দেন বিপুল। এ ঘটনার প্রতিবাদে পানছড়িতে হরতাল ঘোষণা করা হয়।

অন্যদিকে, বুধবার খাগড়াছড়ির জেলা শহরের স্বনির্ভর এলাকায় অবস্থিত ইউপিডিএফ কার্যালয় থেকে সংবাদ সম্মেলন শেষে আটক করা হয় সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি বিনয়ন চাকমা ও সাংগঠনিক সম্পাদক অনিল চাকমাকে।

এ ঘটনার প্রতিবাদে ওই দিন সন্ধ্যায় খাগড়াছড়িতে সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করে পাহাড়ি ছাত্র পরিষদ।

বাংলাদেশ সময়: ১০৩১ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০১৬
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।