ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

খুলনায় চরমোনাই পীরের বিভাগীয় মহাসমাবেশ রোববার

ব্যুরো এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৬
খুলনায় চরমোনাই পীরের বিভাগীয় মহাসমাবেশ রোববার

খুলনা: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করিমের খুলনা বিভাগীয় মহাসমাবেশ রোববার (০৬ নভেম্বর) অনুষ্ঠিত হবে।

দলের খুলনা মহানগর ও জেলা শাখার যৌথ আয়োজনে ওইদিন দুপুর ২টায় শহরের ডাক বাংলা সোনালী ব্যাংক চত্বরে বিভাগীয় মহাসমাবেশের আয়োজন করা হয়েছে।

দলের খুলনা মহানগর সভাপতি ও মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক মাওলানা অধ্যক্ষ মুজ্জাম্মিল হক বাংলানিউজকে জানান, জাতীয় শিক্ষানীতিমালা-২০১০ ও প্রস্তাবিত শিক্ষা আইন-২০১৬ বাতিল, কওমি মাদ্রাসার স্বীকৃতি, সারাদেশে সন্ত্রাস, জঙ্গিবাদ ও রামপাল বিদ্যুৎকেন্দ্র বন্ধের দাবি এবং দেশ, জাতি, মানবতা ও ইসলামী শাসনতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১০০৮ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
এমআরএম/এএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।