ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

সংখ্যালঘুদের ওপর হামলাকারীরা রেহাই পাবে না

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৬
সংখ্যালঘুদের ওপর হামলাকারীরা রেহাই পাবে না ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুষ্টিয়া: তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, যুদ্ধাপরাধী ও জঙ্গি-সন্ত্রাসীরা যেমন রেহাই পায়নি তেমনি সংখ্যালঘুদের ওপর হামলাকারীরাও রেহাই পাবে না।

এ ধরনের হামলা দেশের সংবিধান ও গণতান্ত্রিক প্রক্রিয়াকে ধ্বংস করার চক্রান্তের অংশ।

যা নস্যাৎ করতে বিএনপি-জামায়াতের প্রতি সতর্ক দৃষ্টি রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন মন্ত্রী।

শনিবার (৫ নভেম্বর) দুপুর ১২টায় পাবনার ভেড়ামারা ডায়াবেটিক সমিতির সম্প্রসারিত ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শান্তি মণি চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) কামরুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।