ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয় পার্টি

এরশাদের মামলার বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বলবেন রওশন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৩ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৭
এরশাদের মামলার বিষয় নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বলবেন রওশন

ঢাকা: এরশাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বলবেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ।

রোববার (০১ জানুয়ারি) দুপুরে রাজধানীর হোসেন সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় পার্টির (জাপা) ৩১তম প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশে এ কথা বলেন তিনি।

রওশন এরশাদ বলেন, ‘আমরা কারো সিঁড়ি ধরে ক্ষমতায় যাবো না।

আমরা নিজেদের যোগ্যতায় ক্ষমতায় যাবো’।

এরশাদের আমলে দেশে যে উন্নয়ন হয়েছে, তা অন্য কোনো সরকারের আমলে এতো উন্নত হয়নি বলেও দাবি করেন তিনি।

বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭

জেডএফ/এএটি/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।